সিরিয়ার আকাশে ইরানের একটি যাত্রীবাহী বিমানকে তাড়া করেছে ইসরাইলের যুদ্ধ বিমান। বৃহস্পতিবারের এই ঘটনায় ইরানের যাত্রীবাহী বিমানের কয়েকজন যাত্রী আহত হয়েছে। এমনটি জানিয়েছে ইরানের বার্তা সংস্থা ইরিব।
জানা গেছে, ইরানের বেসরকারি বিমান পরিবহন সংস্থা ‘মাহান এয়ার’র একটি যাত্রীবাহী বিমান বৃহস্পতিবার দুপুরের পর লেবাননের রাজধানী বৈরুতের উদ্দেশ্যে তেহরান ত্যাগ করে। সন্ধ্যার দিকে বিমানটি সিরিয়ার ‘তাল আন্ফ’র আকাশে পৌঁছালে ইসরাইলের দুটি যুদ্ধ বিমান ইরানি যাত্রীবাহী বিমানটিকে তাড়া করে। এ অবস্থায় যাত্রীদের নিরাপত্তার জন্য ইরানি পাইলট হঠাৎ করে যাত্রীবাহী বিমানের উচ্চতা কমিয়ে এটিকে নীচে নামিয়ে আনেন।এ সময় সিট বেল্ট বাধা না থাকা অপ্রস্তুত কয়েকজন যাত্রী আহত হন। বিমানটিতে থাকা আইআরআইবি’র একজন সংবাদদাতার পাঠানো ভিডিও ক্লিপে একজন বয়স্ক যাত্রীকে বিমানের মেঝেতে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখা যায়।
এদিকে এই ঘটনার পর আরেকটি সূত্রের বরাত দিয়ে ইরানি বার্তা সংস্থা ইরিব বলছে, মার্কিন যুদ্ধ বিমান এমন ঘটনা ঘটিয়ে থাকতে পারে। তবে এ নিয়ে যুক্তরাষ্ট্র কিংবা ইসরাইলের পক্ষ থেকে এখনো কোনো মন্তব্য করা হয়নি। বিবিসি, পার্সটুডে।
ইত্তেফাক/এআর
সূত্রঃ দৈনিক ইত্তেফাক