বাম পায়ের জুতাটির মাপ ১৩.৫। আর ডান পায়ের জুতাটির মাপ ১৩। এই ধরনের জুতা সাধারণত দোকানে বিক্রি হওয়ার কথা নয়। কিন্তু এরকম অসম মাপের এক জোড়া জুতাই এবার বিক্রি হচ্ছে ৫ লাখ ডলার (সোয়া ৪ কোটি টাকা)!
অসম মাপের জুতা জোড়া এত দামে বিক্রি হওয়ার মূল কারণ অন্য জায়গায়। জুতাটির মালিক ছিলেন মার্কিন বাস্কেটবল তারকা মিচেল জর্ডান। ১৯৮৪ সালে এই জুতা পরেই তিনি দলকে চ্যাম্পিয়ন করেছিলেন। এ কারণেই জুতা জোড়া এত কদর।
জুলাই ৩০ থেকে আগস্ট ১৩ পর্যন্ত দুই সপ্তাহ ধরে চলবে এই নিলাম। যেখানে আরো কয়েকটি জিনিসের পাশাপাশি উঠানো হবে জর্ডানের অসম মাপের জুতা জোড়া।
নাইকি এয়ার সিপ স্নিকার মডেলের জুতা জোড়ার প্রাথমিক দাম ধরা হয়েছে ৫ লাখ ডলার। নিলামে অবশ্য আরো বেশি দাম উঠতে পারে জুতা জোড়ার।—সিএনএন
সূত্রঃ দৈনিক ইত্তেফাক