চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে অবস্থিত চেংডু শহরে অবস্থিত যুক্তরাষ্ট্রের কনস্যুলেট বন্ধ করার নির্দেশ দেয়া হয়েছে। শুক্রবার চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে এমনটি জানানো হয়।
এর আগে মার্কিন মেধাসত্ত্ব সম্পদ এবং নাগরিকদের ব্যক্তিগত তথ্য সুরক্ষায় যুক্তরাষ্ট্রের হিউস্টনে চীনের দূতাবাস বন্ধ করে দেয় যুক্তরাষ্ট্র। এরপরই চীনের পক্ষ থেকে পাল্টা এই ব্যবস্থা নেয়া হলো।
বাণিজ্য, করোনাভাইরাস মহামারি এবং হংকংয়ে বিতর্কিত নিরাপত্তা আইন প্রণয়ন ইস্যুতে চীনের সঙ্গে যুক্তরাষ্ট্রের বিরোধ প্রতিনিয়ত বেড়েই চলছে। এর মধ্যেই দূতাবাস নিয়ে এই দুই শক্তিশালী দেশের মধ্যে নতুন করে বিরোধ শুরু হলো।
এ নিয়ে একটি বিবৃতিতে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়, যুক্তরাষ্ট্রের গৃহীত অযৌক্তিক পদক্ষেপের বিরুদ্ধে বৈধ এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হয়েছে। যুক্তরাষ্ট্রের সঙ্গে চীনের যে সম্পর্ক বর্তমানে যেমন সম্পর্ক চলছে তেমনটি চীনারা দেখতে চায় না। আর এর জন্য দায়ি যুক্তরাষ্ট্র।
১৯৮৫ সালে চীনের চেংডুতে যুক্তরাষ্ট্রের এই কনস্যুলেট প্রতিষ্ঠিত হয়। সেখানে প্রায় দুশোর বেশি কর্মী কাজ করতেন।
ইত্তেফাক/এআর
সূত্রঃ দৈনিক ইত্তেফাক