থাইল্যান্ডে সরকারের পদত্যাগ দাবিতে বিক্ষোভ অব্যাহত রয়েছে। করোনা ভাইরাসের নিষেধাজ্ঞার মধ্যেও শত শত তরুণ বিক্ষোভ করছেন। গতকাল প্রধানমন্ত্রী প্রায়ূথ চা ওচার ছবি পুড়িয়ে বিক্ষোভ দেখিয়েছেন তরুণরা। তারা প্রধানমন্ত্রীর পদত্যাগ দাবি করেন।
এর আগের দিন তরুণরা তাদের মোবাইল ফোন ও ট্যাবলেটে লেখা বার্তা নিয়ে আলো জ্বেলে বিক্ষোভে নেমে সরকারের পদত্যাগের সঙ্গে সঙ্গে পার্লামেন্ট বিলুপ্ত করার দাবি জানান।
২০১৪ সালে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে থাইল্যান্ডে বর্তমান সরকার ক্ষমতায় আসে।—রয়টার্স
সূত্রঃ দৈনিক ইত্তেফাক