প্রাণঘাতী করোনা ভাইরাসে ধুঁকছে ভারত। দেশটি করোনায় বিপর্যস্ত ফ্রান্সের মৃত্যুর সংখ্যাকে ছাড়িয়ে গেল। ভারতে এখন করোনায় মোট মৃত্যু ৩০ হাজার ৬০১ জন। শুক্রবার দেশটির সরকারি পরিসংখ্যানে এসব তথ্য জানানো হয়েছে।
এন ডি টিভির প্রতিবেদনে বলা হয়েছে, বর্তমানে মৃত্যুর সংখ্যায় বিশ্বে ভারতের অবস্থান ষষ্ঠ। এর উপরে রয়েছে ইতালি, মেক্সিকো, ব্রিটেন, ব্রাজিল এবং যুক্তরাষ্ট্র।
এছাড়া শুক্রবার পর্যন্ত ভারতে করোনা আক্রান্ত ১৩ লাখ ৬ হাজার ২ জন। যা বিশ্বে তৃতীয়।
করোনা আক্রান্তের সংখ্যায় দেশটিতে শীর্ষে রয়েছে মহারাষ্ট্র। শুধু এই প্রদেশটিতে আক্রান্ত প্রায় সাড়ে তিন লাখ। এরপরের তামিল নাড়ুতে আক্রান্ত ২ লাখের বেশি। এছাড়া দেশটির রাজধানী দিল্লিতে আক্রান্ত ১ লাখ ২৭ হাজারের বেশি।
দেশটিতে প্রতিনিয়ত আক্রান্তের নতুন রেকর্ড গড়ছে।
ইত্তেফাক/এসআর
সূত্রঃ দৈনিক ইত্তেফাক