চীনের পক্ষে গুপ্তচরবৃত্তির অভিযোগে দোষী প্রমাণিত হয়েছেন যুক্তরাষ্ট্রে আটক সিঙ্গাপুরের এক নাগরিক। মার্কিন কর্মকর্তারা বলছেন, জুন ওয়েই ইয়ো নামের সিঙ্গাপুরের ওই নাগরিক রাজনৈতিক পরামর্শের নামে তথ্য সংগ্রহ করে তা চীনের গোয়েন্দাদের কাছে দিতেন।
এদিকে যুক্তরাষ্ট্রের কর্মকর্তা আরো জানিয়েছে যে চীনের সেনাদের সঙ্গে যোগসাজশ থাকার দায়ে আরো এক চীনা বিজ্ঞানীকে আটক করা হয়েছে।
মার্কিন মেধাসত্ত্ব সম্পদ এবং নাগরিকদের ব্যক্তিগত তথ্য সুরক্ষায় সম্প্রতি যুক্তরাষ্ট্রের হিউস্টনে চীনের দূতাবাস বন্ধ করে দেয় যুক্তরাষ্ট্র। এই ঘটনার পর চেংডু শহরে অবস্থিত যুক্তরাষ্ট্রের কনস্যুলেট বন্ধ করার নির্দেশ দেয় চীন।
বাণিজ্য, করোনাভাইরাস মহামারি এবং হংকংয়ে বিতর্কিত নিরাপত্তা আইন প্রণয়ন ইস্যুতে গত কয়েক মাস ধরে চীনের সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরোধ চলছে। এর মধ্যেই গুপ্তচরবৃত্তি নিয়ে শক্তিশালী দুদেশের মধ্যে নতুন বিরোধ শুরু হলো।
ইত্তেফাক/এআর
সূত্রঃ দৈনিক ইত্তেফাক