দক্ষিণ আফ্রিকায় করোনা সংক্রমণের হার বৃদ্ধি পাওয়ায় বন্ধ করে দেওয়া হচ্ছে স্কুলগুলো। দেশটিতে আক্রান্তের সংখ্যা ৪ লাখ ছাড়িয়ে যাওয়ায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এর আগে জুনে আক্রান্তের সংখ্যা কমে আসায় স্কুলগুলো খুলে দেওয়া হয়েছিল। কিন্তু বর্তমানে সে সংখ্যা অনেক বৃদ্ধি পাওয়ায় ২৭ জুলাই থেকে ২৪ আগস্ট পর্যন্ত স্কুলগুলো বন্ধ রাখার ঘোষণা দেওয়া হয়েছে। দেশটির প্রেসিডেন্ট সিরিল রামাফোসা বৃহস্পতিবার এ বন্ধের ঘোষণা দেন।
ঘোষণায় তিনি বলেন, দেশের করোনা আক্রান্তের সংখ্যা বাড়তে থাকায় আমরা শিক্ষার্থীদের কথা বিবেচনায় এনে এ সিদ্ধান্ত নিয়েছি। পরিস্থিতি যদি অনুকূলে আসে তাহলে আমরা আবার আমাদের সিদ্ধান্ত থেকে ফিরে আসব।
গতকাল পর্যন্ত দেশটিতে করোনায় আক্রান্তের সংখ্যা ৪ লাখ ছাড়িয়েছে। মারা গেছে ৪ হাজারেরও বেশি। আক্রান্তের এই সংখ্যায় বর্তমান দক্ষিণ আফ্রিকার অবস্থান পঞ্চম।
প্রেসিডেন্ট বলেন, সবার জন্য এ সুবিধা থাকলেও গ্রেড-১২ ও গ্রেড-৭-এর শিক্ষার্থীদের জন্য ছুটি কিছুটা কম থাকবে। সূত্র: আলজাজিরা
সূত্রঃ দৈনিক ইত্তেফাক