যুক্তরাষ্ট্রে তিন চীনা নাগরিক গ্রেফতার হয়েছে। মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআই তাদের গ্রেফতার করে।
এর আগে ভিসা প্রতারণার দায়ে চারজন চীনা নাগরিকের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। চতুর্থ জন সানফ্রানসিসকোর চীনের কনসুলেটে লুকিয়ে রয়েছেন।
এফবিআই বলছে, ওই চারজন নিজেদের পরিচয় গোপন করে গবেষক হিসেবে মার্কিন ভিসার আবেদন করেছিলেন। তারা মূলত চীন সেনার সদস্য।
দোষী প্রমাণিত হলে সর্বোচ্চ ১০ বছর জেল এবং আড়াই লাখ মার্কিন ডলার জরিমানা হতে পারে।
এই চারজন জিজ্ঞাসাবাদে জানিয়েছে, ইউএসের ২৫টি শহরে তাদের অঘোষিত অনুমোদন রয়েছে। তারা চীনা সেনার সঙ্গে সমন্বয় রেখে কাজ করে।
জাতীয় নিরাপত্তা বিভাগের অ্যাটর্নি জন সি ডেমার্স বলেছেন, চীনা পিপলস আর্মির এই সদস্যরা রিসার্চ ভিসার জন্য আবেদন করেছিলেন। কিন্তু এরা যে চীন সেনার সক্রিয় সদস্য এই তথ্য গোপন করেছিলেন।
এফবিআইয়ের এক কর্মকর্তা বলেছে, গোটা বিশ্বের গবেষক ছাত্রদের যুক্তরাষ্ট্রে স্বাগত। কিন্তু এক্ষেত্রে আমাদের মাটিতে অনুপ্রবেশ ও সার্বভৌমত্বে আঘাত হানা হয়েছে।’ খবর: এনডিটিভি
ইত্তেফাক/জেডএইচ
সূত্রঃ দৈনিক ইত্তেফাক