চীনা কমিউনিস্ট পার্টির (সিসিপি) ৯৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ভারতের হিমাচল প্রদেশের ধর্মশালায় বিক্ষোভ কর্মসূচি পালন করেছে স্টুডেন্টস ফর ফ্রি তিব্বত (এসএফটি)। বৃহস্পতিবার চীনা কমিউনিস্ট পার্টির ৯৯তম প্রতিষ্ঠাবার্ষিকীর দিনে তারা এ কর্মসূচি পালন করেন।
সংগঠনটির পরিচালক রিনজিন বলেন, চীনাদের জন্য এটি উদযাপনের দিন হলেও তিব্বতি হিসেবে এটা আমাদের জন্য বেদনার দিন। কারণ, চীনা কমিউনিস্ট পার্টির রক্তপাত ও একনায়কতন্ত্রের উপর ভিত্তি করেই প্রতিষ্ঠা হয়েছিল, তাই আমরা আজকের দিনে প্রতিবাদ করতে এসেছি।
তিব্বতি ছাত্র সংগঠনের এই নেতা আরও বলেন, আমরা ৩০/৫০ ফুটের একটি ব্যানার উন্মোচন করেছি, যাতে ‘চীন নিপাত যাক, তিব্বতের স্বাধীনতা ভারতের সুরক্ষা এবং তিব্বত মুক্ত করো’ স্লোগান লেখা হয়েছে। আমরা ভারত সরকারকে তিব্বত ইস্যু বিশেষভাবে উত্থাপনের অনুরোধ করছি। চীন সরকারের ‘একীভূত চীন’ নীতি প্রত্যাখ্যান করার জন্যও ভারত সরকারের কাছে আমাদের আর্জি জানাচ্ছি।
১৯৫০ সালে চীনে অধিষ্ঠিত কমিউনিস্ট সরকার প্রাকৃতিক সম্পদে সমৃদ্ধ তিব্বত দখল করে নেয়। কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ তিব্বতের সাীমান রয়েছে ভারতের সঙ্গে।
ইত্তেফাক/বিএএফ
সূত্রঃ দৈনিক ইত্তেফাক