সুদানের পশ্চিম দারফুর অঞ্চলে সহিংসতা ছড়িয়ে পড়ায় সেখানে আরো সেনা পাঠাচ্ছে দেশটির সরকার। দারফুরে অজ্ঞাত বন্দুকধারীদের গুলিতে শনিবার ৬০ জনেরও বেশি এবং এর আগের দিন ২০ জন নিহত হয়েছেন বলে জাতিসংঘ কর্মকর্তারা জানিয়েছেন। বিবিসি ও এএফপি
দারফুরে সহিংসতার প্রেক্ষাপটে সুদানের প্রধানমন্ত্রী আবদাল্লা হামদক বলেন, সরকার সংঘাতপূর্ণ এ অঞ্চলে নিরাপত্তা বাহিনীর সদস্যদের পাঠাবে। তারা দুর্ভিক্ষের মৌসুমে নাগরিকদের রক্ষা করবে। উল্লেখ্য, দারফুর অঞ্চলে ২০০৩ সাল থেকে সরকারি বাহিনী এবং বিদ্রোহীদের মধ্যকার সংঘর্ষে হাজার হাজার মানুষ নিহত এবং লাখ লাখ মানুষ ঘরবাড়ি ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছেন।
জাতিসংঘের মানবিক সমন্বয়বিষয়ক দপ্তরের (ওসিএইচএ) এক বিবৃতিতে বলা হয়, শনিবার বিকালে দারফুরে উত্তর বিদার মস্তারি শহরে প্রায় ৫০০ সশস্ত্র মানুষ হামলা চালায়। হামলাকারীরা স্থানীয় মসালিত কমিউনিটির লোকজনকে লক্ষ্য করে এ হামলা চালায় এবং তাদের ঘরবাড়ি লুট করে আগুন ধরিয়ে দেয়। তারা স্থানীয় একটি বাজারের একটা অংশও পুড়িয়ে দেয়। ওসিএইচএর খার্তুম দপ্তরের ঐ বিবৃতিতে আরো বলা হয়,‘গত সপ্তাহেও দেশটির অনেক গ্রাম ও বাজারে লুটপাট চালিয়ে আগুন ধরিয়ে দেওয়া হয়। এ সময় হামলাকারীরা অবকাঠামোর ব্যাপক ক্ষতি সাধন করে।’
ইত্তেফাক/এসআই
সূত্রঃ দৈনিক ইত্তেফাক