রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, তাদের নৌবাহিনীতে হাইপারসনিক পরমাণু অস্ত্র ও সাগরের তলদেশে কাজ করতে সক্ষম পরমাণু ড্রোন দেওয়া হবে। দেশটির নৌবাহিনীকে আরো শক্তিশালী করার লক্ষ্যে এটি করা হচ্ছে।
এসব অস্ত্রের সব এখনো সরবরাহ করা হয়নি। তবে এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে পসিডন পরমাণু ড্রোন ও জিরকন হাইপারসনিক ক্রুজ মিসাইল। প্রথমটি সাবমেরিনে এবং অপরটি জাহাজের সঙ্গে বসানো হবে। শব্দের চেয়েও পাঁচ গুণ বেশি গতিসম্পন্ন এসব অস্ত্র রাশিয়ার নৌবাহিনীকে অন্য যে কোনো দেশের চেয়ে শক্তিশালী করে তুলবে বলে মনে করেন পুতিন। রবিবার সেন্ট পিটার্সবার্গে নৌবাহিনীর বার্ষিক কুচকাওয়াজ পরিদর্শনে গিয়ে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, নৌবাহিনীকে আরো শক্তিশালী করার অভিপ্রায় থেকে এসব করা হচ্ছে। এছাড়া এই বাহিনী আরো ৪০টি নতুন যুদ্ধজাহাজ এই বছর পাবে। তবে কখন তারা হাইপারসনিক অস্ত্র পাবে তা স্পষ্ট করে বলেননি পুতিন। কিন্তু শিগগিরই তা সরবরাহ করা হবে জানান তিনি।
সূত্রঃ দৈনিক ইত্তেফাক