ভারতের নয়ডায় এক চিকিৎসকের বিরুদ্ধে করোনা রোগীকে যৌন নির্যাতনের অভিযোগ উঠেছে। জানা গেছে, অভিযুক্ত ওই চিকিৎসকও একজন করোনা আক্রান্ত রোগী। গত সোমবার নয়ডার একটি বেসরকারি হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে এমন ন্যাক্কারজনক ঘটনা ঘটে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী নারী।
পুলিশ জানায়, ২০ বছর বয়সী ওই ভুক্তভোগী নারী অভিযোগ দায়েরের পর এই ঘটনার তদন্ত চালানো হচ্ছে। একজন নারী এবং একজন পুরষকে একই আইসোলেশন ওয়ার্ডে রাখার বিষয়ে হাসপাতালের কোনো গাফিলতি ছিল কিনা সেই দিকটিও খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।
কর্মকর্তারা জানান, অভিযুক্ত ওই চিকিৎসক এবং ভুক্তভোগী নারীর দেহে গত সপ্তাহে করোনা শনাক্ত করা হয়।
এ বিষয়ে নয়ডা পুলিশের অতিরিক্ত ডেপুটি কমিশনার রণবিজয় সিং বলেন, ভুক্তভোগী নারী একটি বেসরকারি হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি ছিলেন। ওই ওয়ার্ডেই একজন করোনা আক্রান্ত একজন চিকিৎসক ছিলেন। যদি তদন্তে ওই চিকিৎসক দোষী প্রমাণিত হন তাহলে তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেয়া হবে।
ইত্তেফাক/এআর
সূত্রঃ দৈনিক ইত্তেফাক