জম্মু-কাশ্মীরের শ্রীনগরে প্রতিষ্ঠিত ফুল থেকে আধুনিক পদ্ধতিতে তেল সংগ্রহ কেন্দ্রটি ফুলের চাষকে বাড়িয়ে দিয়েছে। এমনকি কর্মসংস্থানের সুযোগ করে দিয়েছে। আয় বৃদ্ধি করেছে স্থানীয়দের।
গত বছর জম্মু ও কাশ্মীর কেন্দ্রশাসিত অঞ্চল হওয়ার পর থেকে সেখানে ফুল চাষের দিকে মনোযোগ বাড়ছে মানুষের।
কাশ্মীরের কৃষি পরিচালক সৈয়দ আলতাফ আইজাজ আন্দরবি ভারতের সংবাদমাধ্যম এএনআইকে বলেছেন, সরকার ফসলের বৈচিত্র্য ও কৃষকদের আয় বাড়ানোর দিকে চেষ্টা চালিয়ে যাচ্ছে।
তিনি বলেন, ‘অর্থ নিয়ে কোনও সমস্যা নেই। সরকার কৃষিক্ষেত্রে আর্থিক সহায়তা দিচ্ছে। ফুলের চাষের মাধ্যমে সরকার কৃষকদের সুবিধার্থে ফসলের বৈচিত্র্য আনতে এবং তাদের আয়ের ক্ষেত্র টেকসই করতে কাজ করছে।’
আলতাফ আইজাজ আন্দরবি জানান, শ্রীনগরের লাল মান্ডিতে স্থাপন করা তেল উত্তোলন কেন্দ্র এই খাতকে সহায়তা করতে চলেছে।
ইত্তেফাক/জেডএইচ
সূত্রঃ দৈনিক ইত্তেফাক