পিত্তথলিতে সফল অস্ত্রোপচারের পর হাসপাতাল ছেড়েছেন সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজ। সৌদি প্রেস এজেন্সির পক্ষ থেকে এমনটি জানানো হয়েছে। এদিকে ঈদুল আজহা উপলক্ষে সবাইকে শুভেচ্ছাবার্তা ও অভিনন্দনও জানিয়েছেন সৌদি আরবের বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ । এক টুইটবার্তায় শুক্রবার সকালে এ অভিনন্দন ও শুভেচ্ছাবার্তা জানান তিনি।
টুইটে সৌদি বাদশাহ লেখেন, ঈদুল আজহা উপলক্ষে সবাইকে অভিনন্দন জানাই। সৃষ্টিকর্তা আমাদের ও আপনাদের জন্য মঙ্গল, আশীর্বাদ, স্বাস্থ্য ও সুস্থতা ফিরিয়ে আনুক।
أهنئ الجميع بعيد الأضحى المبارك، أعاده الله علينا وعليكم بالخير والبركة والصحة والعافية.
كما نسأله تبارك وتعالى أن يتقبل من الحجاج حجهم، ومن المسلمين طاعتهم، وأن يرفع عن بلادنا والعالم وباء جائحة كورونا بفضله ورحمته، وكل عام وأنتم بخير.
— سلمان بن عبدالعزيز (@KingSalman) July 31, 2020
গত ২০ জুলাই পিত্তাশয়ের (গলব্লাডার) প্রদাহের কারণে ৮৪ বছর বয়সী সৌদি বাদশাহ সালমানকে রাজধানী রিয়াদের কিং ফয়সাল স্পেশালিস্ট হাসপাতালে ভর্তি করা হয়।
ইত্তেফাক/এআর
সূত্রঃ দৈনিক ইত্তেফাক