this is caption
বিশেষ দিনে নিজেকে একটু বিশেষভাবে সাজাতে কে না চায়। আপনার বিশেষ সাজের মধ্য দিয়ে ফুটে উঠবে ওই দিনটির আবহ।
দিন গড়ালেই ২৬ মার্চ, স্বাধীনতা দিবস। আমাদের গৌরবময় স্বাধীনতা যুদ্ধের শুরু। দিনটিকে মাথায় রেখে মানানসই রঙের পোশাক বেছে নিতে পারেন। তবে লাল-সবুজের ছোঁয়া ছাড়া মুক্তিযুদ্ধের চেতনাকে ফুটিয়ে তোলা কঠিনই বলা চলে।
স্বাধীনতা দিবসকে সামনে রেখে দেশের প্রায় প্রত্যেকটি ফ্যাশন হাউজই পোশাক তৈরি করে থাকে। ভালো এবং পছন্দসই ব্র্যান্ড হাউজ থেকে বেছে নিন আপনার পোশাকটি।
এই দিনে ছেলেরা সাধারণত পাঞ্জাবিই পরে থাকে। এক্ষেত্রে লাল বা সবুজ যে কোনো রঙের পাঞ্জাবি পছন্দ করতে পারেন। তবে খুব বেশি জমকালো ডিজাইন না নেয়াই ভালো। জমকালো কোন ডিজাইনই এই দিনটির সাথে যায় না।
মেয়েদের জন্য শাড়ি হচ্ছে ট্র্যাডিশনাল সাজ। শাড়িতে দেশ ও ঐতিহ্য দুটোই ফুটে উঠে। তবে চাইলে সালোয়ার-কামিজও নিতে পারেন। তবে সব ক্ষেত্রেই লাল-সবুজের প্রাধান্য থাকতে হবে।
ছেলে-মেয়ে উভয়েই মাথায় বা হাতে দেশের পতাকা জড়িয়ে নিতে পারেন। এতে আলাদাভাবে চোখে পড়বে আপনাকে। ছোট বাচ্চাদেরও লাল-সবুজের পোশাক পাওয়া যাবে বাজারে। ছোট থাকতেই দেশের রঙের সাথে পরিচয় করিয়ে দিতে পারেন। একসাথে দেশের রঙ্গে রাঙিয়ে যান পুরো পরিবার।
মডেল : সুমাইয়া
এসবিএ/যাকা