this is caption
লা লিগায় তিন জায়েন্টের লড়াই জমে উঠেছে। শনিবার প্রতিপক্ষ রিয়াল সোসিয়েদাদকে ৪-০ গোলে হারিয়ে লা লিগায় শিরোপা লড়াইয়ে ফিরে আসার ইংগিত দিলো কার্লো আনচেলত্তির শিষ্যরা। এ জয়ের ফলে পয়েন্ট টেবিলের ৩ নম্বরে ফিরে এসেছে দলটি।
ম্যাচে প্রথমার্ধের শেষ সময় পর্যন্ত ভালো খেলেও গোল পায়নি রিয়াল মাদ্রিদ। কারণটা অনেকটাই পরিষ্কার। এ ম্যাচে মাঠে নেই রিয়ালের তুরুপের তাস ক্রিষ্টিয়ানো রোনালদো।
বিরতির ঠিক আগমুহূর্তে রিয়ালকে এগিয়ে দেন ইলারামেন্দি। স্ট্রাইকার করিম বেনজেমার জোরালো শট সোসিয়েদাদের গোলরক্ষক ঠেকিয়ে দেয়, ফিরতি বলে গোল করেন স্পেনের খেলোয়াড় ইলারামেন্দি।
৬৬ গ্যারেথ বেল ব্যবধান দ্বিগুণ করেন। আর ৮৫ মিনিটে পেপের গোলে জয় নিশ্চিত হয়ে যায় রিয়ালের। ৩-০ গোলে এগিয়ে যায় দলটি।
সর্বশেষ ৮৮ মিনিটে মিডফিল্ডার আনহেল দি মারিয়ার পাস থেকে জয় সূচক গোলটি করেন মোরাতা।
এই জয়ের ফলে ৭৬ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থান ধরে রাখলো রিয়াল। ৩২ ম্যাচে ৭৯ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান আছে অ্যাথলেটিকো মাদ্রিদ। সমান ম্যাচে ৭৮ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে বার্সেলোনা।
ইয়া/যাকা