this is caption
প্রিমিয়ারের লিগ টেবিলে জয়ের ধারায় ফিরলো ম্যানচেষ্টার ইউনাইটেড। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে ছন্দে থাকা বায়ার্ন মিউনিখকে গত ম্যাচে রুখে দেওয়ার পরে শনিবার প্রিমিয়ারে নিউক্যাসলকে চার গোলে উড়িয়ে দিল ডেভিড মায়েসের শিষ্যরা।
চেলসি থেকে ম্যান ইউতে যোগ দেওয়ার পরে এই প্রথম নিজেকে মেলে ধরতে ধরলেন জুয়ান মাতা। নিউক্যাসলের বিরুদ্ধে জ্বলে উঠলেন তিনি। ম্যাচে জোড়া গোল করেছেন মাতা। পাশাপাশি গোল পেলেন জাভিয়ার হার্নান্ডেজ ও আদনান জানুজাজ। তবে এ ম্যাচে খেলেটি রেড ডেভিলসদের মূল অস্র রুনি।
৩৯ মিনিটে জুয়ান মাতা গোল করে ম্যান ইউকে এগিয়ে দেন।বিরতির সময় এক গোলেই এগিয়ে ছিল ম্যান ইউর।
বিরতির পরে নিউক্যাসেলের শিরিরে ছোট খাট তাণ্ডব চালিয়েছে তারা। ৫০ মিনিটে মাতা ফের গোল করে দলের হয়ে ব্যবধান বাড়ান। ৬৫ মিনিটে ম্যান ইউয়ের হয়ে তৃতীয় গোল করেন হার্নান্ডেজ।
তিন গোলেই ম্যাচ শেষ হবে ঠিক এই সময়ে গোল করে দলের হয়ে ব্যবধান ৪-০ করেন ম্যান ইউর তরুন তুর্কি জানুজাজ।
এ জয়ের ফলে ৩৩ ম্যাচে ৫৭ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে উঠে এসেছে কোচ ডেভিড ময়েসের শিষ্যরা।
ইপিএলে দিনের অন্যান্য ম্যাচে ফুলহ্যাম ২-১ গোলে অ্যাস্টন ভিলাকে, ক্রিস্টাল প্যালেস ৩-০ গোলে কার্ডিফ সিটিকে, হাল সিটি ১-০ গোলে সোয়ানসি সিটিকে ও ওয়েস্ট ব্রমউইচ অ্যালবিওন একই ব্যবধানে নরিচ সিটিকে হারিয়েছে।
ইয়া/যাকা