this is caption
ফিফার নিয়ম ভঙ্গ করার ফলে আগামী দুই মৌসুম খেলোয়াড় কিনতে পারবে না বার্সেলোনা। বিশ্ব ফুটবল সংস্থা ফিফা বুধবার এই নিষেধাজ্ঞা জারি করেছে।
ফিফার পরিচালনা পর্ষদ জানিয়েছে, “আন্তর্জাতিক খেলোয়াড় কেনা এবং ১৮ বছরের নিচে খেলোয়াড়দের নিবন্ধন সংক্রান্ত নিয়ম ঠিক মতো অনুসরণ করেনি স্প্যানিশ ক্লাব বার্সেলোনা। তাই ২০১৪ সালে থেকে ২০১৫ সালের গ্রীষ্ম পর্যন্ত ফুটবলার কিনতে পারবে না তারা।”
প্রাথমিকভাবে শাস্তিমূলক ব্যবস্থার অংশ হিসেবে এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এবং পরবর্তীকালে ফিফা ট্রান্সফার সমন্বয় সিস্টেম (ফিফা টিএমএস) দ্বারা তদন্ত চলবে।
এছাড়াও ফিফা সাড়ে চার লাখ সুইস ফ্রাঙ্ক জরিমানা করেছে বার্সাকে। আর পরিস্থিতি নিয়ন্ত্রণে ৯০ দিনের সময় দেওয়া হয়েছে তাদের।
ইয়া/রর