this is caption
ইংরেজি বুঝতে না পারায় ম্যানচেস্টার ইউনাইটেডের চাকরিটাই হাতছাড়া করেছেন পেপ গার্দিওলা! বার্সেলোনা ছাড়ার পর পেপের নাম বহু ক্লাবে শোনা গিয়েছিলো তার। তবে শেষ পর্যন্ত বার্সেলোনাকে চার বছরে ১৪টা ট্রফি দেওয়া কোচ বায়ার্ন মিউনিখের দায়িত্ব নেন।
উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে মঙ্গলবার রাতে ম্যান ইউর মুখোমুখি হবে গতবারের চ্যাম্পিয়ন ম্যানচেস্টার ইউনাইটেড। পেপ গার্দিওলা রসিকতা করে বলেন, “স্যর অ্যালেক্স ফার্গুসন আমাকে ম্যানচেষ্টার কোচ হওয়ার কথা বলেছিলেন। তবে আমি ভাল ইংরেজি বুঝি না। তাই স্যার অ্যালেক্স কী বলেছিলেন, তা বুঝতে পারিনি।”
বার্সেলোনা ছাড়ার পর গুয়ার্দিওলা মার্কিন যুক্তরাষ্ট্রে ছুটি কাটাচ্ছিলেন। পেপ বলেন, “সুপার রেস্তোরাঁয় আমাকে আমন্ত্রণ জানিয়েছিলেন ফার্গুসন। ফ্রেন্ডলি ডিনার ছিল। খুব ভাল ব্যবহার করেছেন। যথেষ্ট ভদ্র উনি। একসঙ্গে ভাল সময় কাটিয়েছি।”
চলতি মৌসুমের জার্মান লিগ জিতে ফেলেছে বায়ার্ন। চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে জার্মানির ক্লাব। তবে কথার ছলে পেপ গার্দিওলা জয়ের আভাসও দিয়ে রাখলেন। তিনি বলেন, “গত মৌসুমে বায়ার্ন সব শিরোপার স্বাদই নিয়েছিলো। ম্যানচেস্টার খুবই ভাল দল। তবে ওদের বিরুদ্ধে খেলায় মনযোগ হারালেই সর্বনাশ হবে। তাই আমরা সবটুকু দিয়ে খেলতে চাই। ”
তবে ফেবারিটের তকমা তো শুধু বায়ার্নের জন্য। কারণ, সাত ম্যাচ বাকী থাকতেই বুন্দেন্সলিগায় শিরোপার স্বাদ পয়েছে দলটি। আর অন্যদিকে পরাজয়ে যেন যমের মতো ভর করেছে ম্যান ইউর ওপর। তাই স্বাভাবিক ভাবেই এ ম্যাচে সবাই ফেবারিট মানছে বায়ার্ন মিউনিখকেই।
ইয়া/রর