this is caption
সংযুক্ত আরব আমিরাতের দুবাই শহরে অনুষ্ঠানরত ১৬তম দুবাই ওপেন দাবা চ্যাম্পিয়নশিপে তৃতীয় অস্থানে রয়েছেন বাংলাদেশের গ্র্যান্ড মাস্টার জিয়াউর রহমান।
তৃতীয় রাউন্ডের খেলা শেষে ঢাকা মোহামেডানের গ্র্যান্ড মাস্টার জিয়াউর রহমান ৫ খেলায় সাড়ে তিন পয়েন্ট নিয়ে ১৭ জনের সাথে মিলিতভাবে তৃতীয় স্থানে রয়েছেন। শনিবার অনুষ্ঠিত পঞ্চম রাউন্ডের খেলায় জিয়া ভারতের মহিলা আন্তর্জাতিক মাস্টার এন, রাঘাভিকে পরাজিত করেন।
এর আগে গত বৃহস্পতিবার অনুষ্ঠিত চতুর্থ রাউন্ডের খেলায় জিয়া রোমানিয়ার গ্র্যান্ড মাস্টার লপুলেস্কু কন্সতান্তিনের (রেটিং-২৬৬০) কাছে হেরে যান।
ইয়া/রর