this is caption
বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে স্বাধীনতা কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালের প্রথমার্ধ গোল শূণ্যভাবে শেষ হয়েছে। ম্যাচে ফেনী সকার ও মোহামেডান একাধিক সুযোগ পেলেও গোল পায়নি কোনো দলই।
খেলার ৬ মিনিটে দুর্দান্ত সুযোগ মিস করে মোহামেডান। দলীয় অধিনায়ক জাহিদ হোসেন এমিলি ডি বক্সের ভিতরের শট কোনোমতে ঠেকিয়ে দেয় ফেনী সকারের গোলরক্ষক।
এর ঠিক পরপরই দলগত আক্রমণে তারা পৌছে যায় সাদা-কালো শিবিরের ডি বক্সের সীমানায়। সেখানে বল পেয়ে যান ফেনী সকারের আজমল হোসেন বিদ্যুত। কিন্তু তিনি মোহামেডানের গোলরক্ষক মামুন খানকে পরাস্ত করতে পারেননি।
তবে ঐতিহ্যবাহী মোডামেডানকে তার চেনা ঝলকে খুঁজে পেতে বেশ বেগ পেতে হয়েছে সমর্থকদের।
২৮ মিনিটে সাদা-কালো জার্সীধারীরা আবারো সুযোগ নষ্ট করে। ডান প্রান্ত থেকে মোহামেডানের আরুপ কুমারের ক্রসে প্রস্তুতি না থাকার ফলে হেড নিতে পারেননি জাহিদ হোসেন এমিলি।
৩২ মিনিটে আবারো মিস মোহামেডানের। জাহিদ হোসেনের দুর্বল শট এবার ঝাপিয়ে পড়ে তালুবন্দি করেন সকারের গোলরক্ষক নেহাল।
৪২ মিনিটে ফেনী সকারের ফরোয়ার্ড কাববা বল নিয়ে সরাসরি ডি বক্সে ঢুকে যান। তবে তার দুর্বল শট গোলে পরিণত হয়নি।
ইয়া/রর