this is caption
জাতীয় ক্রিকেট লিগের ষষ্ট রাউন্ডে প্রথম সেঞ্চুরি করেছেন জাতীয় দলের বাইরে থাকা ওপেনার শাহরিয়ার নাফীস। ফতুল্লা আউটার স্টেডিয়ামে এ সেঞ্চুরিটি করেছেন তিনি। ম্যাচটিতে বরিশাল বিভাগ খেলছে ঢাকা বিভাগের বিপক্ষে।
সম্প্রতি রানখরায় ভুগে দলের বাইরে ছিটকে যান শাহরিয়ার নাফীস। তিনি সর্বশেষ টেস্ট খেলেছেন ২০১৩-এর এপ্রিলে। জিম্বাবুয়ের বিপক্ষে সে ম্যাচে বলার মতো কিছুই করতে পারেননি নাফীস।
এরপর থেকেই ব্যাট হাতে রানে ফেরার চেষ্টায় আছেন তিনি। সে চেষ্টার ফল থেকেই দারুণ একটি সেঞ্চুরি করে ফের নিজেকে আলোচনায় নিয়ে এলেন শাহরিয়ার নাফীস।
জাতীয় লিগের ষষ্ট রাউন্ডের চারটি ম্যাচ আজ শুরু হয়েছে। বাকি তিন ম্যাচে খেলছে ঢাকা মহানগর- খুলনা বিভাগ, রাজশাহি- চট্টগ্রাম ও রংপুর-সিলেট।
ঢাকা বিভাগের বিপক্ষে বরিশালের ব্যাটিংয়ের ৪৭ ওভার পর্যন্ত শাহরিয়ার নাফিসের সংগ্রহ ১১৯ রান। এ রান করতে ১২৯ বল খেলেছেন তিনি। চার মেরেছেন ১৯টি। সাথে দুটি ছয়ও মেরেছেন জাতীয় দলের এক সময় সেরা ওপেনার।
এসএইচ