বাংলাদেশে দিন দিন বেড়েই চলেছে করোনা আক্রান্তের সংখ্যা। এরইমধ্যে এই ভাইরাসে আক্রান্ত হয়েছে দেশের নামি দামি ব্যক্তিরাও। শনিবার ( ২০ জুন) সাবেক ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মুর্তোজা ও স্পিনার নাজমুল ইসলাম অপুর সাথে সাবেক ক্রিকেটার নাফিস ইকবালের করোনায় আক্রান্তের খবর পাওয়া যায়। এবার করোনা ভাইরাসে আক্রান্ত হলেন বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবালের পরিবারের আরো তিন সদস্য।
জানা যায়, বাংলাদেশ জাতীয় দলের সেরা ওপেনার তামিম ইকবালের বড় ভাই নাফিস ইকবাল করোনায় আক্রান্ত হওয়ার পর তাদের মা, নাফিসের স্ত্রী ও সন্তান করোনায় আক্রান্ত হয়েছেন। তবে তারা সবাই বাসাতেই চিকিৎসা নিচ্ছেন।
এর আগে শনিবার (২০ জুন) দুপুরে হুট করে খবর আসে জাতীয় দলের সাবেক অধিনায়ক ও নড়াইল – ২ আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মোর্ত্তজা করোনায় আক্রান্ত। জ্বর আসলে করোনা পরীক্ষায় জন্য নমুনা পাঠিয়েছিলেন মাশরাফি। পরে মাশরাফির রিপোর্ট আসে পজিটিভ।
এরপরেই খবর আসে আরেক ক্রিকেটার নাজমুল ইসলাম অপুর করোনায় আক্রান্ত হওয়ার। উল্লেখ্য অপুসহ তার বাবা এবং মায়েরও করোনা পজিটিভ।
ইত্তেফাক/এসআই
সূত্রঃ দৈনিক ইত্তেফাক