বিশ্বের ৭৪টি দেশের মতো বাংলাদেশেও পালিত হচ্ছে বাবা দিবস। প্রতি বছরের মতো এবারো দিবসটি পালিত হচ্ছে। তবে অন্যবারের চেয়ে এবারের বাবা দিবসটি অনেকটাই ভিন্ন। করোনার কারণে পৃথিবীর সব বাবারাই এখন ঘরে অবস্থান করছেন। তাই তাদের সন্তানরাও সুযোগ পাচ্ছে তাদের বাবাকে কাছে পেতে। এই দিনে বাবাদের সঙ্গে বিশেষ স্মৃতি শেয়ার করে সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই বাবা দিবসের শুভেচ্ছা জানান। শুভেচ্ছা জানিয়েছেন তারকা ক্রিকেটার মুশফিকুর রহিম। বাবা দিবসে সকল বাবাকে শুভেচ্ছা জানিয়েছেন অভিজ্ঞ এই ক্রিকেটার।
বাবা দিবসে পৃথিবীর সব বাবার প্রতি শ্রদ্ধা ও সালাম জানিয়ে এক ভিডিওবার্তা প্রকাশ করেছেন মুশফিক। সেখানে তিনি বলেছেন, ‘বাবা দিবসে সবাইকে শুভেচ্ছা। আমি পৃথিবীর সব বাবাকে আমার সালাম জানাচ্ছি এবং আমার বিনম্র শ্রদ্ধা জানাচ্ছি। সুখে এবং শান্তিতে থাকুক পৃথিবীর সব বাবা এবং অবশ্যই নিরাপদে থাকুক। আল্লাহ হাফেজ।’
অভিজ্ঞ পেসার রুবেল হোসেন তাঁর বাবা ও ছেলের সঙ্গে দুটি ছবি ফেসবুকে পোস্ট করেছেন। বাবার প্রতি ভালোবাসা প্রকাশ করে তিনি লিখেছেন, ‘পৃথিবীর কাছে তুমি শুধু বাবা, কিন্তু আমার কাছে তুমিই আমার পৃথিবী।’
নিজের বাবার সঙ্গে একটি ছবি পোস্ট করেছেন আরেক পেসার তাসকিন আহমেদ। ক্যাপশনে লিখেছেন, ‘বাবা দিবসের শুভেচ্ছা।’
১৯০৮ সালের ৫ জুলাই আমেরিকার পশ্চিম ভার্জিনিয়ার ফেয়ারমন্টের এক গির্জায় সর্বপ্রথম বাবা দিবস উদযাপিত হয় বলে তথ্য পাওয়া যায়। পাশাপাশি সনোরা স্মার্ট ডড নামের ওয়াশিংটনের এক ভদ্রমহিলার মাথাতেও বাবা দিবসের চিন্তা আসে। ১৯০৯ সালে ভার্জিনিয়ার বাবা দিবসের কথা তিনি জানতেন না। ডড এই ধারণা পান গির্জার এক পুরোহিতের বক্তব্য থেকে। সেই পুরোহিত মাকে নিয়ে অনেক ভালো ভালো কথা বলছিলেন। তখনই তার মনে হয়, বাবাদের নিয়েও কিছু করা দরকার। পরে তিনি সম্পূর্ণ নিজ উদ্যোগে পরের বছর ১৯১০ সালের ১৯ জুন থেকে বাবা দিবস উদযাপন শুরু করেন। কালক্রমে এসেছে বাংলাদেশেও।
ইত্তেফাক/এসআই
সূত্রঃ দৈনিক ইত্তেফাক