দীর্ঘ চার মাসেরও বেশি সময় পর চিরচেনা ক্রিকেট মাঠে ফিরলেন ক্রিকেটাররা। করোনা ভাইরাসের ভয়াল থাবায় বিশ্বের সব দেশের ক্রীড়া আসরগুলো বন্ধ বা স্থগিত হয়ে যায়। তবে ধীরে ধীরে অনেক দেশেই মাঠে ফিরছে ক্রীড়া আসর। ক্লাব ফুটবলগুলো এরই মধ্যে দর্শকদের মন মাতিয়ে চলেছে। ইংল্যান্ডের মাটিতে শুরু হয়েছে ক্রিকেটের আসরও। এবার সেই ধারাবাহিকতায় বাংলাদেশেও একক অনুশীলন শুরু করেছেন ক্রিকেটাররা।
তাই নিজেদের তাগিদেই একক অনুশীলনে মাঠে নেমে পড়ে কয়েকজন ক্রিকেটার। তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড শেষ পর্যন্ত সুযোগ করে দিয়েছে দেশের চারটি ভেন্যুতে একক অনুশীলনের।
রবিবার ছিল প্রথম দিনের অনুশীলন। দীর্ঘ চার মাস পর যেন প্রাণ ফিরে পায় মিরপুরের শের ই বাংলা স্টেডিয়াম। মুশফিকুর রহিমদের অনুশীলনে ফেরার সঙ্গে ভিড় বাড়ে গণমাধ্যম কর্মীদেরও। এ যেন মিলন মেলা দীর্ঘদিন ঘরবন্দি থাকা ক্রিকেট সংশ্লিষ্টদের।
বাংলাদেশ ক্রিকেট বোর্ড একক অনুশীলনের অনুমতি দেয় ক্রিকেটারদের। তাতে সাড়া দেয় ঢাকায় মুশফিক, শফিউল, ইমরুল ও মিঠুন। আজ সকাল সকাল অনুশীলনে নেমে পড়েন মুশফিক। সকাল ৯টা ২৫ মিনিটেই তার রানিং, জিম সেশন শেষ করে ফেলে ছোটেন ইনডোরের দিকে। সেখানে ঘণ্টা খানিক ব্যাটিং করেন।
অনুশীলনে এসেছেন মিঠুন, শফিউলও। মিঠুন এক ঘণ্টা ব্যাটিং শেষে একাডেমি মাঠে করেছেন রানিং। এতদিন ঘরে ফিটনেস ট্রেনিং নিয়ে ব্যস্ত থাকার পর আউটডোরে অনুশীলন মানিয়ে নিতে কষ্ট হবে বলে জানান মোহাম্মদ মিঠুন।
উইকেটরক্ষক ব্যাটসম্যান মিঠুন বলেন, ‘আমরা দীর্ঘ ৪ মাস পর আজ মাঠে ফিরেছি। ব্যাটিং-রানিং সব কিছুই একটু কঠিন মনে হচ্ছে। এতদিন সব ইন্ডোরে করেছি, এখন বাইরে। একটু সময় লাগবে। আশা করছি যতদিন যাবে সব কিছুই আগের মতো ফিরে পাব।’
অন্যদিকে খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে অনুশীলন করতে এসেছিলেন কাজী নুরুল হাসান সোহান। চট্টগ্রামে ভারী বৃষ্টির কারণে অনুশীলন করতে পারেননি নাঈম হাসান।
ইত্তেফাক/এসআই
সূত্রঃ দৈনিক ইত্তেফাক