ক্লাব ছাড়ার পাঁচ বছর পর রিয়াল মাদ্রিদে ফিরছেন ইকার ক্যাসিয়াস। তবে এবার ভূমিকাটা ভিন্ন, সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজের বিশেষ উপদেষ্টা হিসেবে। গেল মৌসুমে হৃদরোগে আক্রান্ত হওয়ার পর ফুটবল থেকে কিছুদিন দূরে ছিলেন। এরপর মাঠে ফিরলেও খেলেননি খুব একটা। মাঝে স্পেন ফুটবলের সভাপতি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণাও দিয়েছিলেন তিনি।
তবে শেষমেশ সে সিদ্ধান্ত থেকে সরে আসেন। পর্তুগিজ কাপের ফাইনালে পোর্তোর হয়ে খেলেই ফুটবলকে বিদায় জানানোর পরিকল্পনা ছিল তার। এরই মধ্যে রিয়ালের প্রস্তাব পান ক্যাসিয়াস। বিশেষ উপদেষ্টা বলা হলেও, আদতে ভূমিকাটা কি হবে এ নিয়ে পরিষ্কার কথা বলেনি কোনো পক্ষই। চলতি মাসেই এ নিয়ে বিবৃতি দেবে রিয়াল মাদ্রিদ।
ইত্তেফাক/এএম
সূত্রঃ দৈনিক ইত্তেফাক