করোনা ভাইরাসের ধাক্কায় অনুমিতভাবেই আইসিসি টি-২০ বিশ্বকাপ স্থগিত হয়ে গেছে। অক্টোবর-নভেম্বর পর্যন্ত বাংলাদেশের সামনে নেই কোনো আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ। তবে আশার কথা, বাংলাদেশে ক্রিকেটীয় কার্যক্রম শুরু হয়েছে। ক্রিকেটাররা মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ব্যক্তিগতভাবে অনুশীলন করছেন। গতকাল বৃষ্টিস্নাত দিনেও মুশফিকুর রহিম, শফিউল ইসলাম, মেহেদী হাসান রানা অনুশীলন করেছেন।
বিশ্বকাপ স্থগিত হয়ে যাওয়ার পর এখন আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার ছক কষছে বিসিবি। যার প্রথম পদক্ষেপ হিসেবে শ্রীলঙ্কা সফরকে লক্ষ্য ধরেই এগুচ্ছে বিসিবি। তিন ম্যাচের টেস্ট সিরিজটা খেলতে চলতি মাসেই লঙ্কা যাওয়ার কথা ছিল মুমিনুল হকদের। কিন্তু করোনার কারণে সিরিজ স্থগিত হয়ে গেছে। এখন সেই সফরটাই আবারও চূড়ান্ত করার চেষ্টা চালাচ্ছে বিসিবি। আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার জন্য বিসিবির সামনে এটিই তুলনামূলক সহজ গন্তব্য। ঈদের পর ঘরোয়া ক্রিকেট চালু করার চিন্তাও করছে বিসিবি। বাংলাদেশে করোনা পরিস্থিতি বলার মতো কোনো উন্নতি হয়নি। তাই আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে বিদেশ সফরই এখন বাংলাদেশের অবলম্বন। বিসিবিও শ্রীলঙ্কা সফরকে পাখির চোখ ধরে কাজ করছে। জানতে চাইলে বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন গতকাল সংবাদমাধ্যমকে বলেন, ‘এখন মূল চ্যালেঞ্জটা হচ্ছে আমরা কীভাবে ক্রিকেটে ফিরব? আমাদের আন্তর্জাতিক সিরিজগুলো স্থগিত হয়েছে, সেগুলো যত তাড়াতাড়ি পুনরায় সূচিতে আনা। সেক্ষেত্রে যেহেতু আমাদের দেশের পরিস্থিতি অনুকূলে না, আমাদের বাইরে যে সিরিজটা স্থগিত হয়েছে, বাংলাদেশের শ্রীলঙ্কা সফর, সেটাকে যত তাড়াতাড়ি সম্ভব চূড়ান্ত করা যায় কি না।’
তিনি আরো বলেন, ‘সেটা যদি চূড়ান্ত করা যায় তাহলে এ সময়ে আমাদের একটা সম্ভাবনা আছে ক্রিকেট খেলার। আর আয়ারল্যান্ড যদি শুরু করে আয়ারল্যান্ডে গিয়ে খেলা যাবে। এগুলো নিয়েই আমরা কাজ করছি। এর বাইরে ঘরোয়া ক্রিকেট যত তাড়াতাড়ি সম্ভব ফিরিয়ে আনা।’
শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ডও বাংলাদেশ জাতীয় দলের বিরুদ্ধে সিরিজ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে আগ্রহী। সেপ্টেম্বরে বিসিবির এইচপি দল শ্রীলঙ্কা সফরে যাওয়ার কথা রয়েছে। তবে লঙ্কানরা আগে আতিথ্য দিতে চায় মুমিনুল-মুশফিকদের। তাই সিরিজটা খেলার বিষয়ে বেশ আশাবাদী বিসিবি। ঈদের পর সেই লক্ষ্যে ক্রিকেটারদের ক্যাম্পও শুরু হতে পারে। শ্রীলঙ্কা সফরকে ফোকাস করেই ক্যাম্প অনুষ্ঠিত হবে।
ইত্তেফাক/এসি
সূত্রঃ দৈনিক ইত্তেফাক