বছরের শুরুতে যুব বিশ্বকাপ চলাকালীন কাঁধের ইনজুরিতে পড়ে দেশে ফিরেছিলেন পেসার মৃত্যুঞ্জয় চৌধুরী। গত মার্চে সাদমান ইসলামের সঙ্গে অস্ট্রেলিয়ায় মৃত্যুঞ্জয়ের কাঁধের অস্ত্রোপচার হয়েছিল। দেশে ফিরে কোয়ারেন্টাইন সম্পন্ন করতে হয়েছিল তাকে। করোনার সময়টাতে চার মাস ঘরেই কাটিয়েছেন। গতকাল মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে এসেছিলেন মৃত্যুঞ্জয়।
বিকালে মুঠোফোনে এই পেস বোলার জানালেন, কাঁধের অবস্থা দেখতে চেয়েছিলেন বিসিবির ফিজিওরা। তাই এসেছিলেন মাঠে। ফিজিওদের মতে, কাঁধের অবস্থা ভালোই আছে। তবে ফিট হতে আরো ১-২ মাস সময় লাগবে। আনুষ্ঠানিকভাবে মৃত্যুঞ্জয়ের রিহ্যাব শুরু হবে ঈদুল আজহার পর।
গতকাল মৃত্যুঞ্জয় বলেন, ‘বিসিবির ফিজিওরা দেখতে চেয়েছিলেন, তাই এসেছিলাম। অস্ত্রোপচারের পর তো বাসায় ছিলাম। তারা ভালোই বলেছেন। আমার রিহ্যাব শুরু হবে ঈদের পর এইচপি ক্যাম্প শুরু হলে। এমনিতে তারা বলেছেন, ফিট হতে আরো ১-২ মাস সময় লাগবে।’
সূত্রঃ দৈনিক ইত্তেফাক