সাবেক বার্সেলোনা মিডফিল্ডার জাভি হার্নান্দেজ করোনায় আক্রান্ত হওয়ার এক সপ্তাহ না ঘুরতেই সেরে উঠেছেন! সম্প্রতি ব্যক্তিগত ইন্সটাগ্রাম অ্যাকাউন্টে এ খবর জানান তিনি। কন্যা এশিয়া হার্নান্দেজকে জড়িয়ে ধরে একটি ছবি দিয়ে তিনি লিখেন, ‘শেষ কিছুদিনে আপনারা যে উদ্বিগ্ন ক্ষুদেবার্তাগুলো লিখেছেন তার জন্যে ধন্যবাদ। আমি আপনাদের জানাতে চাই, আমি সেরে উঠেছি এবং এখানে পরিবার আর আল সাদ দলের সঙ্গেই আছি।’
এর আগে গত শনিবার স্প্যানিশ এই মিডফিল্ডার জানিয়েছিলেন, করোনায় আক্রান্ত হয়েছেন তিনি। করোনা পরীক্ষায় নেগেটিভ আসার পরেই স্বাভাবিক জীবনে ফিরেছেন তিনি, যোগ দিয়েছেন আল সাদ দলের সঙ্গেও।
ইত্তেফাক/এএম
সূত্রঃ দৈনিক ইত্তেফাক