সপ্তাহে মাত্র ১ ডলার খরচ নিয়ে গ্রাহকদের জন্য কেনিয়ার কনফারেন্স প্লাটফর্ম ‘গুমজো’ হতে পারে বর্তমান সময়ের জনপ্রিয় ‘জুম’-এর প্রতিদ্বন্দ্বী। সম্প্রতি রয়টার্স তার এক প্রতিবেদনে এমনটাই জানিয়েছে। কেনিয়ার ক্ষুদ্র স্টার্টআপ প্লাটফর্ম ‘গুমজো। এর প্রতিষ্ঠাতারা মনে করেন, বিদেশি কোন প্রতিষ্ঠানের পিছনে অর্থ ব্যয় না করে আফ্রিকার অর্থ দেশের মধ্যে রাখার এটি বড় মাধ্যম হতে পারে।
‘গুমজো’ শব্দটির ইংরেজি প্রতিশব্দ ‘চ্যাটিং’। এই স্টার্টআপ মাত্র তিন সপ্তাহ হলো তাদের প্লাটফর্মটি বাজারে উন্মুক্ত করেছে। এখানে মাত্র ১ ডলার খরচ করে ‘আনলিমিটেড’ মিটিং করার সুবিধা থাকছে, যা হিসেব করলে ‘জুম’ থেকে তিনগুণেরও কম খরচ।
নাইরোবি ভিত্তিক উসিকো গেমস এবং ডিজাইন প্রতিষ্ঠাতা ও গুমজো অ্যাপ তৈরি করা জ্যায় সাপিরো বলেন, ‘আমরা ভেবে দেখলাম কি পরিমাণে অর্থ আমাদের এই অঞ্চল থেকে চলে যাচ্ছে। যার কিছু অংশ চাইলে আমরা এই অঞ্চলের মধ্যেই রাখতে পারি।’ তিনি মনে করেন, এই অ্যাপসের সার্ভার যেহেতু কেনিয়া ও দক্ষিণ আফ্রিকায়, তাই মহাদেশীয় যোগাযোগের ক্ষেত্রে বাড়তি সুবিধা পাবে তারা।
ইত্তেফাক/আরএ
সূত্রঃ দৈনিক ইত্তেফাক