করোনা মহামারির কারণে অধিকাংশ কর্মীকে ঘরে বসে কাজ করার যে সুযোগ দিয়েছিলো গুগল, তা আরও এক বছর বাড়িয়েছে। অফিসে আসার প্রয়োজন নেই এমন কর্মীদের ২০২১ সালের ৩০ জুন পর্যন্ত বাসা থেকে কাজ করতে বলেছে সার্চ ইঞ্জিন জায়ান্ট গুগল।
সোমবার (২৭ জুলাই) এক ই-মেইল বার্তায় গুগলের প্রধান নির্বাহী সুন্দর পিচাই কর্মীদের জানান, কর্মীদের সামনের দিকে চিন্তা করার ক্ষমতা জোরদারে, যাদের অফিসে এসে কাজ করার প্রয়োজন নেই, ২০২১ সালের ৩০ জুন পর্যন্ত তারা বাসায় থেকে কাজ করবেন।
আরও পড়ুন: ভিডিও এডিটিং অ্যাপে নিরাপত্তা ঝুঁকি, কিছু পরামর্শ দিয়েছেন নিরাপত্তা বিশেষজ্ঞরা
এদিকে এ বিষয়ে প্রথম প্রতিবেদন করা ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে, গুগলের নিজস্ব ও চুক্তিভিত্তিক মিলিয়ে প্রায় ২ লাখ কর্মী আগামী জানুয়ারি পর্যন্ত এ সুবিধার আওতায় থাকবেন।
অন্যদিকে ‘কর্মীবান্ধব’ গুগলের এমন ঘোষণাটি প্রযুক্তিখাতের অন্য প্রতিষ্ঠানগুলোকে চাপে ফেলেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। কারণ অনেকেই তাদের বন্ধ থাকা অফিস আসছে দিনে ধীরে ধীরে ফের চালুর পরিকল্পনা করছিলেন। যে বিষয়টি তাদের কর্মীদের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে।
এন এইচ, ২৮ জুলাই
সূত্রঃ দেশে বিদেশে